Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

নদী : গোমতী। 

খাল : ১. গোমতী সংযোগ সেচ খাল (মরা নদী)।

          ২. শিবনগর-জিন্নতপুর বড়খাল।

বিল : সুবিল। 

 

 

সরকার গ্রামীণ উন্নয়নে খাল খনন করে পানি ধরে রাখার পদক্ষেপ নিয়েছে

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আর সে কারণে গ্রাম বাংলার কৃষির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে দিন দিন ভূ-গর্ভের পানির স্তর নিম্নমুখী হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার কৃষির উন্নয়নে সেচ সুবিধা নিশ্চিত করতে পানির উৎস হিসেবে পানির স্তরকে ধরে রাখার জন্য খাল-বিল, নদী-নালা খননের ব্যবস্থা করছে। এর ফলে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন অপরদিকে এই নদীনালাতে মাছ চাষ করে গ্রামীণ জনপদের অনেকেই অর্থনীতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বতমানে সুবিল ইউনিয়ন এর ৬ টি গ্রামে ৪ টি খাল কে পুনরায় খনন করে মরা নদীর সংগে সংযুক্ত করে রবি মৌসুমী প্রয়োজনীয় পানি সরবরাহ করা হচ্ছে। এতে কৃষক গন উপকৃত হচ্ছে। অপর দিকে মাছের চাষ ও বৃদ্ধি পেয়েছে।