Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সুবিল মঠ
বিস্তারিত

সুবিল গ্রামের ধনাঢ্য ব্যক্তি রাধারমন সিংহ ও আশু সিংহ সুবিল মঠটি দেশবিভাগের পরই তৈরি করেন। যা ছিল ঐ সময়ে থেকে স্বাধীনতার পরবর্তী সময়ের ধর্মীয় স্থাপনা। যা তৎকালীণ সামাজিক ও ধর্মীয় রীতিনীতির উপর অধিষ্ঠিত ছিল। ঐ সময়ে মন্দিরটির দেয়ালে এবং চুড়ায় কারুকাজ ও মূল্যবান পাথরের শিবমুর্তি ছিল। মন্দিররের নিজস্ব জমির পরিমান ছিল ১০০ শতক এর ও বেশী। এই মঠে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজা ও মেলা হত । স্বাধীনতার পরে মন্দিরটি যথাযথ রক্ষনাবেক্ষণ না থাকার কারণে মূল্যবান মুর্তি এবং মন্দিরের সম্পদ চুরি হয়ে যায়। যা আজো অবহেলিত অবস্থায় আছে ।